আপনার পুরাতন ল্যাপটপটা বিক্রি করতে চান? অথবা অল্প দামে লেটেস্ট মডেলের সেকেন্ড-হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন?
সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে অনলাইনে কেনাবেচার নতুন ওয়েবসাইট বিডি-বাজার (www.bd-bazar.com) যাত্রা শুরু করেছে। যে কেউ এখানে তাঁর নতুন কিংবা ব্যবহৃত পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন, সেই সাথে কাঙ্খিত জিনিস খুঁজে পেতে পারবেন খুব সহজেই। আর এই সেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে! সাথে থাকছে সৌজন্য পুরস্কার!
সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে অনলাইনে কেনাবেচার নতুন ওয়েবসাইট বিডি-বাজার (www.bd-bazar.com) যাত্রা শুরু করেছে। যে কেউ এখানে তাঁর নতুন কিংবা ব্যবহৃত পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন, সেই সাথে কাঙ্খিত জিনিস খুঁজে পেতে পারবেন খুব সহজেই। আর এই সেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে! সাথে থাকছে সৌজন্য পুরস্কার!

বিডি-বাজারে পণ্যের বিজ্ঞাপন দিতে হলে ভিজিটরকে নিজের ইমেইল ব্যবহার করে নিবন্ধন করতে হবে। যেহেতু নিবন্ধনের সময় প্রদত্ত ইমেইল এড্রেসে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, সেহেতু সন্মানিত ভিজিটরদেরকে সঠিক ইমেইল এড্রেস প্রদান করতে অনুরোধ করা যাচ্ছে। এরপর ইমেইলে প্রাপ্ত পাসওয়ার্ড ব্যবহার করে লগিন করে সঠিক বিভাগ (এবং উপ-বিভাগ) নির্বাচনের মাধ্যমে সহজেই পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে।

বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে যে যে তথ্য প্রদান করতে হবেঃ
- ১) Title (শিরোনাম): এক বাক্যে পণ্য সম্বন্ধে ধারণা।
- ২) Price (দাম): আপনি যে দামে পণ্য বিক্রয় করতে চান। আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করতে চাইলে Negotiable লিখুন।
- ৩) Location (অবস্থান): আপনি অর্থাৎ আপনার পণ্যের অবস্থান।
- ৪) Item Type (পণ্যের প্রকৃতি): নতুন কিংবা পুরাতন, উল্লেখ করতে হবে।
- ৫) Contact Phone (যোগাযোগের ফোন নম্বর): আগ্রহী ক্রেতা এই নম্বরে যোগাযোগ করবেন।
- ৬) Description (বিস্তারিত): পণ্যের বিস্তারিত তথ্য এই অংশে লিখতে হবে।
এরপর আগ্রহী ক্রেতা প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করে পণ্য কিনে নিবেন। বিস্তারিত নিয়ম (স্ক্রিনশটসহ) জানতে এই পোস্টটি পড়তে পারেন।
যেভাবে আপনার পণ্য বিক্রির সম্ভাবনা বাড়াবেনঃ

- পণ্যের সাথে অবশ্যই স্পষ্ট ছবি দিন।
- সঠিক তথ্য প্রদান করুন, ক্রেতা যাতে বিভ্রান্ত না হন।
- বিজ্ঞাপন পোস্ট করার পর আপনার পরিচিতদের পোস্টের লিংক শেয়ার করার মাধ্যমে জানিয়ে দিন। এক্ষেত্রে ফেইসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করতে পারেন, শেয়ারের জন্যে আপনার পোস্টের নিচের বাটনগুলো ব্যবহার করুন।
পুরস্কারঃ

ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করতে বিডি-বাজার কর্তৃপক্ষ সৌজন্য পুরস্কার ঘোষণা করেছে। প্রতি সপ্তাহের বিজ্ঞাপনদাতাদের মধ্যে থেকে একজনকে সৌজন্য পুরস্কারের জন্যে নির্বাচিত করা হবে। যতো বেশি বিজ্ঞাপন দিবেন, পুরস্কার পাওয়ার সম্ভাবনাও ততো বাড়বে! সৌভাগ্যবান বিজয়ীকে দেওয়া হবে ৩০০ টাকার মোবাইল রিচার্জ।
মনোনীত হওয়ার শর্তাবলীঃ

- বিডি-বাজারের ফেইসবুক ফ্যান পেইজে অবশ্যই Like দিতে হবে।
- সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। প্রতিটি বিজ্ঞাপনের বিরুদ্ধে রিপোর্ট করার সুযোগ রয়েছে; যে সকল পণ্যের বিষয়ে ভিজিটর রিপোর্ট করবেন, সেগুলো অযোগ্য বিবেচিত হবে।
- (পুরস্কার প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।)
বিডি বাজার
- ভিজিট করুনঃ http://www.bd-bazar.com
No comments :
Post a Comment