
অনেকেই আজকাল অনলাইনের প্রতি ব্যাপক আগ্রহ আয় রোজগার করার জন্য। পাশাপাশি তরকারী বিক্রেতার মত অনেক প্রতিষ্ঠান আছে যারা ৭ দিনেই মহা পন্ডিত বানিয়ে দেবে অনলাইনে আয় করার জন্য। যার অধিকাংশই PTC সাইট থেকে আয় করার জন্য সবাইকে আহ্বান করে থাকে। কিন্তু ২০/৩০ সেকেন্ড করে বসে বসে একটা একটা এড ক্লিক করার চেয়ে একটু সময় নিয়ে কোন একটি কাজ শিখে ফেলুন এবং দিনে নয় ঘন্টা হিসেবে ডলার আয় করুন। প্রথমেই আপনি ঠিক করুন যে কোন বিষয়ের প্রতি আপনার আগ্রহ বেশি?

ওয়েব সাইট ডিজাইন থেকে শুরু করে লোগো তৈরি বিভিন্ন ধরনের কাজ আছে। যে কোন একটি বেছে নিন। কথায় আছে দুই নৌকায় পা দিলে কোন কাজই হয় না। আর কেউ আপনাকে টাকা কিংবা ডলার দেবে কেন? কাজ না পারলে ভালো একটি প্রতিষ্ঠান থেকে শিখে নিন। হয়তো এজন্য আপনাকে বেশ কিছুদিন শ্রম দিতে হবে। আর পরবর্তীতে ভালো একটি ফলাফল পাবেন এতে করে। যদি বসে বসে পিটিসি ১০০/২০০/৫০০ এড ক্লিক করে কত পাচ্ছেন? কত সময় নষ্ট হচ্ছে বলেন তো! আমি আবার অংকে কাচা। হিসাব নিকাশ তেমন বুঝি না। কোন কাজই মানুষের জন্য কষ্টকর নয়। ধৈর্য এবং শ্রমের বিকল্প কিছুই নেই। হুট করেই বড় হত্তয়া যায় না। ধীরে ধীরে আপনি নিজেকে গড়ে তুলতে পারেন।
যদি কোন কারণে কোন প্রতিষ্ঠান থেকে শিখতে না পারেন তবে বিভিন্ন বাংলা টিউটোরিয়াল আছে তা দেখুন। সমস্যা হলে সংশ্লিষ্ট লেখককে প্রশ্ন করুন। যে ব্যস্ত থাকলেত্ত উত্তর দিবেন আপনার প্রশ্নের। মানুষের অসাধ্য কিছুই নয়। বাংলাদেশে এমন অনেক নজীর আছে। আমরাত্ত পারি। তাই অবহেলায় সময় নষ্ট না করে নিজের প্রতিভাকে কাজে লাগান। অনেকে ঘন্টা পর ঘন্টা ফেসবুকে বসে বসে সময় নষ্ট করেন। আমরাত্ত বসে থাকি। কিন্তু এরই মাঝে ফেসবুককে ব্যবহার করে ডলারত্ত আয় করছেন অনেকে।
অনলাইনে ডলার নাকি ওড়ে। আপনাকে তা ধরার জন্য কাজ জানতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষক টেকটিউনসের মত সাইট। সম্পূর্ণ বিনামূলে সাইট ডিজাইনের টিউটোরিয়াল থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল আছে এখানে। আজই শুরু করুন। আপনার যে কাজটি ভালো লাগে তা থেকে। এখানে অনেক টিউনার আছেন যারা নিয়মিত আয় করে সংসার চালান। শুধু একটি মাত্র পথ নয়। বহুপথ খোলা আমাদের সামনে। নিজের প্রতিভাকে বিনষ্ট না করে সঠিক পথে কাজে লাগান।
No comments :
Post a Comment