গুগলের নেক্সাস ব্র্যান্ডে এবার স্মার্টফোন বের করবে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রনিক নির্মাতা এলজি। প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে প্রতিষ্ঠানটি তার সর্বসেরা ফোন অপ্টিমাস জি এর উপর ভিত্তি করে এই স্মার্টফোনটি বের করার উদ্যোগ গ্রহণ করেছে।
এ মাসের শেষে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। অপ্টিমাস জি এর উপর ভিত্তি করে স্মার্টফোনটি নির্মাণ করা হলেও নেক্সাস প্রোগ্রামের জন্য এতে কিছুটা পরিবর্তন আনা হবে। নতুন ফোনটির নাম কি রাখা হবে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত গুগল বা এলজি এখনো নেই নি বলে জানিয়েছে।
অপ্টিমাস জি এর মতই স্মার্টফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১২৮০X৭৬৮ রেজ্যুলুশনের ট্রু-হাই ডেফিনিশন আইপিএস ডিসপ্লে এবং ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। স্টোরেজ হিসেবে ৮ গিগাবাইট অথবা ১৬ গিগাবাইট থাকবে বলে উল্লেখ করে এলজি, থাকছে না কোন মেমরি কার্ড ব্যবহার করার সুবিধা।
সিনেট এর সূত্র অবশ্য জানিয়েছে গুগল এলজি ছাড়া আরো বেশ কটি প্রতিষ্ঠানের সাথে নেক্সাস ব্র্যান্ডে স্মার্টফোন নির্মাণ করার ব্যাপারে কথা বলেছে। নেক্সাস নামে শেষ যে দুইটি ফোন বাজারে এসেছে সেগুলো তৈরি করেছিল স্যামসাং (নেক্সাস এস এবং গ্যালাক্সি নেক্সাস), আসুস তৈরি করে নেক্সাস ৭ ট্যাবলেট, এইচটিসি তৈরি করে প্রথম নেক্সাস ডিভাইস – নেক্সাস ওয়ান। কিন্তু এখন পর্যন্ত এলজি নেক্সাস কার্যক্রমের সাথে যুক্ত ছিল না।
প্রযুক্তি বিশ্লেষকরা এলজি’র এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির জন্য সাফল্যমণ্ডিত হবে বলে মনে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক বলে বিবেচিত। আর এই অবস্থার পরিবর্তনে নেক্সাস ব্র্যান্ডের একটি ফোন এলজিকে সম্মানজনক স্থানে নিয়ে যাবে বলে ধারণা করছেন তারা।

No comments :
Post a Comment