Sunday, October 7, 2012

বিশ্বের প্রথম অগ্নিনির্বাপক রোবট


 আগুণ থেকে রক্ষা করা তাদের মূল দায়িত্ব হলেও যে কোন প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ থেকে মানব জীবনকে নিরলস ভাবে রক্ষা করার জন্য যারা ছুটে আসে তারা হচ্ছে ফায়ার ফাইটারস বা দমকল বাহিনী। আর এ ধরণের কাজ করতে গিয়ে হরহামেশা নিজেদের জীবন বিসর্জন দিয়ে থাকেন তারা। নিজের জীবনের কথা চিন্তা না করে অন্যকে বাঁচানোর এই যে দৃষ্টান্ত সেটি অন্য কোন বাহিনীর মধ্য লক্ষ্য করা যায় না। বর্তমানে আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্র এবং অন্যান্য যন্ত্রাংশ তাদের জীবনকে সহজ করে তুললেও জীবনের নিরাপত্তা এখনো দিতে পারেনি। তবে অবস্থা দৃষ্টিতে এ অবস্থার পরিবর্তন ঘটছে বলে মনে হচ্ছে।
হাওয়ি অ্যান্ড হাউয়ি টেকনোলজিস নামক একটি প্রতিষ্ঠান বিশ্বের সর্বপ্রথম 'দি থারমাইট' নামের অগ্নিনির্বাপক রোবট তৈরি করেছে। রোবটটি যেকোন আকৃতির দরজা দিয়ে যে কোন স্থানে প্রবেশ করতে পারে এবং প্রতি মিনিটে ৬০০ গ্যালন পানি আগুণের দিকে ছুড়ে দিতে পারে।
রোবটটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় না হলেও একে কোয়ার্টার মাইল দূর থেকে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে। $৯৮ হাজার মার্কিন ডলার মূল্যটি বেশি বলে মনে হলেও একজন মানুষের জীবন অপেক্ষা কমই বলা যায়। সত্যি কথা বলতে কি একটি আধুনিক ফায়ারফাইটার ট্রাক অপেক্ষাও এই রোবটটির মূল্য কম। বর্তমানে এ ধরণের একটি ট্রাকের মূল্য এক লক্ষ ডলার থেকে ১ মিলিয়ন ডলারের মধ্যে বিরাজ করে।

No comments :

Post a Comment