ঢাকায় হরহামেশাই বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের মোবাইল ফোনের সিম। এমনিতেই বিদেশী মোবাইল ফোনের সিম বলতেই সৌদি আরবের সিম সবচেয়ে বেশী বিক্রি হয়। তার উপর হজ্জ্ব আসলেই এই বিক্রির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যায়।

তবে বিদেশী সিমের অবাধ এই বিক্রি সম্পর্কে কিছুই জানে না নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। তারা বলছেন, যদি সত্যিই এভাবে বিদেশী সিম বিক্রি হয়ে থাকে তাহলে সেটি বৈধ কাজ নয়। এ বিষয়ে তাদের উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে, হজ্জ্বের মৌসুমে সৌদি আরবের তিনটি মোবাইল ফোন অপারেটরের অন্তত এক লাখ সিম বিক্রি হয়। বিক্রেতারা জানান, যতজন হাজী তার কাছাকাছি সিম বিক্রি হয় এ সময়। মূলত বায়তুল মোকারমের দোকানগুলোয় এবং হাজী ক্যাম্পে কাছেও এই সিম বিক্রি হতে দেখা যায়। দ্বিতীয় প্রজন্মের সিমের সঙ্গে তৃতীয় প্রজন্মের মোবাইল সিমও এ সময় বিক্রি হয় বলে জানা গেছে।
বিক্রেতারা জানান, সৌদি আরবের সিম বিক্রির ক্ষেত্রে এসটিসি (সৌদি টেলিকম গ্রুপ) সবচেয়ে এগিয়ে থাকে। ইত্তেসালাতের সিমও উল্লেখযোগ্য পরিমাণ বিক্রি হয়। তাছাড়া মালয়েশিয়ার ডিটাক এবং অন্যান্য সিমও হরহামেশা এখানে বিক্রি হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ভ্যাস নীতিমালার মধ্যে এই সিম বিক্রির ক্ষেত্রে কিছু বৈধতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সরকার তো সেই নীতিমালা গ্রহণ করল না। তবে ভবিষ্যতে এমন সিম বিক্রি আইনের আওতায় আনার বিষয়টি তারা ভেবে দেখবেন বলে জানান।
No comments :
Post a Comment