Thursday, February 14, 2013

নতুন ফিচার সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ ট্যাবলেট রিভিউ........


স্যামসাং এর নতুন পণ্য ‘দ্যা গ্যালাক্সি নোট ১০.১’ বাজারে এসেছে। যা কিনা আগের চেয়ে অনেক স্লিম,হালকা এবং শক্তিশালী। এটা ব্যবহারে অনেক মজা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
এটা মাত্র ৮.৯ mm চওড়া তাই ধরতে অনেকটাই আরামদায়ক। এ্যাপলের আইপ্যাড থেকে স্টাইলাস ব্যবহারে কিছুটা ভিন্নতা পাওয়া যাবে। আপনি যখন নোট প্যাডে ড্রয়িং করবেন তখন রিয়েল নোট প্যাডের স্বাধ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্যান টেকনলোজি আগের চেয়ে আরও বেশি উন্নত করা হয়েছে।
এ্যান্ড্রয়েড ৪ অপারেটিং সিস্টেমে চালিত ডুয়েল কোর 1.4GHz CPU, ৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকে এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা সামনে। এটা দিয়ে কলম দিয়ে চালিত অনেক সফটওয়্যার যেমন ফটোশপ টাচ সহ অনেক সফটওয়্যার ব্যবহার করা যাবে।
আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো মাইক্রো এসডি কার্ড স্লট, ফুল HD ভিডিও সাপোর্ট এবং অন্য Wacom digitizing pen দিয়েও কাজ করা যাবে।
চলুন দেখে নেয়া যাক কিছু স্ক্রিনশট।

 এক.

দুই.

তিন.

চার.

পাঁচ.

ছয়.

সাত.

কি কিনবেন নাকি? তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।

No comments :

Post a Comment