Thursday, December 6, 2012

মানুষ মানুষের জন্য, আসুন শীতার্থদের পাশে দাড়াই।


মানুষ মানুষের জন্য। আসুন শীতার্থদের পাশে দাড়াই





ইতিমধ্যেই শীত পড়ছে কোন কোন জায়গায় এখনি হার কাঁপানো শীত পড়েছে, সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই এর তীব্রতা বাড়বে। তাই এখনই দরকার প্রয়োজনীয় উদ্যোগ এবং সৎ চেষ্টা ।

একজন মানুষ হয়ে আর একজন অসহায় কর্মঅক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই তীব্র শীত আমাদের জন্য অনেক আনন্দদায়ক কিন্তু একবার কি ভেবে দেখেছেন? এই শীতে অসহায় গরীব বস্রহীন কর্মঅক্ষম মানুষ কিভাবে রাত কাটাচ্ছেন। তাদের আমাদের মত দামি গরম পোশাক তো দূরে থাক, সামান্য কাপড় টুকু নেই। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীত এ কত কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে মারাও যাচ্ছে । আসুন আমরা যে যা পারি তাই দিয়েই এদের পাশে এসে দাড়াই। এরা আমাদের ই - এরা আমাদের দিকেই চেয়ে থাকে।
গত ইদুল-ফিতর এ আমাদের যারা সারা দিয়েছেন, আমরা কিছুটা হলেও সফল হয়েছি। মানুষের পাশে বছরে একবার দাঁড়ালেই দায়িত্ব ও নৈতিকতা শেষ হয়ে যায় না। আসুন এই শীতে আমরা যে যা পারি তাই দিয়ে এদের সাহায্যে এগিয়ে আসি।
টেকটিউন্স এর পাঠক সবসময় গঠনমুলুক কাছে এগিয়ে এসেছে। আশা করি এবারও আপনাদের সহায়তা পাবো। দশের লাঠি একের বোঝা বলে একটা কথা আছে। এই বাংলা কমিউনিটিতে যুক্ত তারা কেও ছাত্র, কেও চাকুরীজীবী, কেও বাবসায়ি, কেও অনলাইন আরনিং এর সাথে জরিত, কেও বা কর্পোরেট পারসন। কিন্তু প্রযুক্তিকে ভালোবেসে সবাই এক প্ল্যাটফর্ম। তেমনি আসুন দেশকে ভালোবেসে শীতার্ত মানুষের জন্য আমরা সাহায্যে এগিয়ে আসি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা কিছু শীতার্ত মানুষের উষ্ণতার যোগান দিবে।
যদি স্বদিচ্ছা থাকে তাহলে এগিয়ে আসুন, যেভাবে শীতার্ত মানুষগুলো পাশে দাঁড়াবেন :
১.নতুন অথবা ব্যবহার উপযোগী সোয়েটার, প্যান্ট, ভারি শার্ট, কামিজ/থ্রী পিস (মহিলা/কিশোরী)
২.নতুন অথবা ব্যবহার উপযোগী কম্বল/লেপ
৩.অর্থ/টাকা
৪. উপরের কোনটাই যদি দিতে সমর্থ না হন তাহলে এই ইভেন্ট কে সফল করতে আপনার শ্রম দিন। ইভেন্ট টি সবার সাথে শেয়ার করুন, ইভেন্ট এ আপনার পরিচিত সবাইকে ইনভাইট করুন। শীত বস্র কেনাকাটায় বা বিতরণে আমাদের সাহায্য করুন।
আপনাদের সকলের অংশগ্রহণ আশা করছি। ইভেন্টের বিস্তারিত পাবেন ইভেন্ট লিংকে।
-অ্যাডমিন প্যানেল
অনলাইন ডলার মার্কেট
আয়োজকঃ http://www.facebook.com/groups/dollarmarket
ইভেন্ট লিংকঃ http://www.facebook.com/events/568701936480320/

No comments :

Post a Comment