আপনাদের জন্য নিয়ে এলাম এক্সপেন্ডবল সিরিজের নতুন একটি মুভি এক্সপেন্ডবল ২ এর ডিভিডি-রিপ প্রিন্ট । তাহলে আর দেরি নয় দেখে ফেলুন এক্সপেন্ডবল এর নতুন মুভিটি।অত্যান্ত চমৎকার একটি মুভি + রয়েছে জমজমাট এ্যাকশান ।মুভিটি নিয়ে কি বলবো আশা করি আপনাদের সবার কাছে মুভিটি অনেক ভাল লাগবে ।
মুভি : এক্সপেন্ডবল ২
- ধরণ : এ্যাকশান / থ্রিলার
- রিলিজের তারিখ : ১৭ আগস্ট ২০১২
- আইএমডিবি রেটিং : ৭.৪ /১০
[আইডিএমবি লিঙ্ক]
- আমার রেটিং : ৮.৫ /১0
- পরিচালক : সাইমন ওয়েস্ট
- লেখক : রিচার্ড ওবেনক (চিত্রনাট্য) , সিলভেস্টার স্ট্যালন (চিত্রনাট্য)
- মূল চরিত্রে অভিনয় করেছেন :
- নেতা বারনেই রস (সিলভেস্টার স্ট্যালন),
- ছুরি বিশেষজ্ঞ লি ক্রিসমাস (জেসন ষ্টাম),
- মুখোমুখি যুদ্ধ বিশেষজ্ঞ ইন ইয়াং (জেট লি),
- ভারী অস্ত্র বিশেষজ্ঞ হালি সিজার (টেরি কর্মী),
- ডেমোলিসন বিশেষজ্ঞ টোল রোড (রান্ডি কিথুম),
- পরিবর্তনশীল গানার জেনসেন (ডোল্প লোন্ডগ্যান),এবং
- বিলি স্নিপার কিড (লিম হ্যামসওস)
- চলচ্চিত্রটির বাজেট ছিল – $১০০ মিলিয়ন ডলার..
- বক্স অফিসে আয় করেছে – $২৮৫.৮ মিলিয়ন ডলার..
যারা ‘The Expendables’ মুভিটি দেখেছেন তারা তো জানেন যে , কি পরিমান চরম একটি একশন মুভি এটি । আর সে সিরিজের ২য় মুভিটি হল ‘The Expendables 2’ । এই মুভিতে ও আছে এক্সপেন্ডবল এর মতই এক ঝাঁক নায়ক । সব সুপার বেস্ট এ্যাকশান হিরোরা এক সাথে এই মুভিটিতেও অভিনয় করেছেন ।স্ট্যালোন, আর্নল্ড, চাক নোরিস, ব্রুস উইলিস, স্ট্যাটহাম, ভ্যান ড্যাম, জেট লি কে নেই এই মুভিটিতে। আর এত গুলো এ্যাকশান হিরোরা থাকলে মুভি ভাল না হইয়া যাইবো কই?? এক্সপেন্ডবল সিরিজ স্ট্যালোনের ভাল একটা উদ্যোগ। তাদের যে এখনো অনেক কিছু দেয়া বাকি আছে , তা আবার বুঝাইয়া দিল সবাইরে । এক্সপেন্ডবল সাধারনণত একটি একশন মুভি কিন্তু এক্সপেন্ডবল ২ টা আরো চরম করছে , আমি এ্যাকশান মুভি দেখলাম না কমেডি মুভি দেখলাম ,সেটাই বুঝলাম না , প্রচুর হাসতে হইছে । বিরাট মজার একটা মুভি , ডায়ালগ গুলো যে কি মজার আর কি পরিমান জোস না দেখলে আমি লেখে কেউকে বুঝতে পারবো না ।
শেষের দিকের একটি ডায়লগ শেয়ার করলাম সিনে আর্নল্ড ও ব্রুস উইলিসএর কথোপকথন :
শেষের দিকের একটি ডায়লগ শেয়ার করলাম সিনে আর্নল্ড ও ব্রুস উইলিসএর কথোপকথন :
- আর্নল্ডঃ i’ll be back
- ব্রুস উইলিসঃ u’ll be back enough, i’ll be back
সিলভেস্টার স্ট্যালন আর জেসন ষ্টাম এর কমবিনেশন টা চরম লাগছে ।
জেট লি কে খুব মিস করেছি কিন্তু ষ্টামই সে অভাব পূর্ণ করে দিয়েছে ।যদিও ছবি তে এ্যাকশানের চেয়ে কমেডি বেশি, তবে যা এ্যাকশান আছে, এক কোথায় জোশ ।আর সবাই এই বয়সেও যে ভাল অভিনয় করছে সেটা নিয়ে আর কি বলবো ।
কাহিনী
মুভিটির শুরুতেই এক্সপেনডেবোল গ্রুপ নেপালের একটি জংগ্লের ভিতরে একটি পরিত্রাণ স্থাপনে যায় একটি চীনা কোটিপতি ব্যবসায়ীকে উদ্বার করতে ।
তাদের প্রতিদ্বন্দ্বীরা ছিল অনেক শক্তিশালি, কারণ তাদের কাছে ছিল অনেক অস্ত্র এবং গ্রেন্ড । তাদের হিসেবে এক্সপেনডেবোল গ্রুপ তাদের তুলনায় কিছুই না । কিন্তু এক্সপেনডেবোল গ্রুপ সব ধ্বংস করে ব্যবসায়ীকে উদ্বার করে নিয়ে আসে, আসার সময় প্লেন থেকে প্যারাসুট এ নেমে ইন ইয়াং (জেট লি)ব্যবসায়ীকে তার দেশে পৌছে দেয় , আর এক্সপেনডেবোল গ্রুপ নিউ ইয়র্কে ফিরে আসে । নিউ ইয়র্ক সিটিতে ফিরে বিলি বারনেই রস (সিলভেস্টার স্ট্যালন)কে বলে যে তিনি মাসের শেষে তার বান্ধবী সোফিয়ার সঙ্গে বসবাস করতে ইচ্ছুক, তাকে যেন ছুটি দেওয়া হয় । পরবর্তীতে, বারনেই রস (সিলভেস্টার স্ট্যালন) সিআইএ অপারেটিভ জনাব চার্চের (ব্রুস উইলিস) থেকে একটি মিশন নেওয়ার কথা স্বীকার করতে বাধ্য হয় । মিশনটি হল আলবেনিয়ার মধ্যে একটি বিপদ কবলিত বিমান থেকে একটি আইটেম উদ্ধার করা ।
চার্চ তাদের দলের সঙ্গে একজন নারীকে {ম্যাগি চ্যান(Yu ন্যান)}পাঠায় যেকিনা কারিগরী বিশেষজ্ঞ । এক্সপেনডেবোল টিম আপাতদৃষ্টিতে কাজটি সহজ বলে মনে করেছিল , কারন তারা খুব সহজেই আইটেমটি উদ্ধার করে । কিন্তু আইটেমটি উদ্ধার করার পরে দেথে যে একজন আন্তর্জাতিক অপরাধী এবং অস্ত্র ব্যাপারী জাঁ ভিলাইন(জাঁ ক্লদ ব্যান ড্যামি) ও তার ডানহাত হেচটোর(স্কট এডকিনস) এবং তার ভাড়াটে সৈনিক গ্রুপ এক্সপেনডেবোল টিমের সবচেয়ে ছোট সদস্য বিলি (লিম হ্যামসওস)কে বন্দী করে ফেলেছে ।
জাঁ ভিলাইন(জাঁ ক্লদ ব্যান ড্যামি) বিলির জীবনের বিনিময়ে আইটেমটি দাবী করে । বারনেই রস (সিলভেস্টার স্ট্যালন) ও আইটেমটি সমর্পণ করে । তুবুও জাঁ ভিলাইন বিলির হার্টে একটি ছুরি ডুকিয়ে মেরে ফেলে এবং সেই স্থান থেকে হেলিকপ্টোর দ্বারা চলে যায় । তখন ম্যাগি চ্যান(Yu ন্যান) বারনেই রস (সিলভেস্টার স্ট্যালন)কে বলে যে আইটেমটি একটি কম্পিউটারের প্রোগ্রাম যা দ্বারা রাশিয়ান পরিত্যক্ত একটি খনির মধ্যে পাঁচটি সোভিয়েত ইউনিয়ন দ্বারা কোল্ড ওয়ার অনুসরণ টন ধারণকারীর অবস্থান জানা যাবে । যার ম্যধে আছে পাঁচ টন ইউরেনিআম হইতে গঠিত মৌল পদার্থ । এদিকে ভিলাইন আইটেমটি পেয়ে ইউরেনিআম হইতে গঠিত মৌল পদার্থ বিক্রয় করতে ইচ্ছুক প্রকাশ করেন এবং তার কাষ্টমারও রেডী । কাষ্টমার তাকে প্রত্যেক কিলো ইউরেনিআম হইতে গঠিত মৌল পদার্থ চার লক্ষ টাকা দিবে । তিন কিলো ইউরেনিআম হইতে গঠিত মৌল পদার্থ পুরো দুনিয়ায় ভারসাম্য পরিবর্তন করতে যথেষ্ট ক্ষমতা রাখে , যাকিনা ধ্বংস কররে দিতে পারে পুরো পৃথিবী । আর এই পাঁচ টন ইউরেনিআম হইতে গঠিত মৌল পদার্থ নিয়ে জাঁ ভিলাইন(জাঁ ক্লদ ব্যান ড্যামি) কি করবে ?? কি হবে এই পৃথিবীর ??এক্সপেনডেবোল টিম কি তাদের শত্রুর উপর প্রতিশোধ নিতে পারবে ?? তাদের গ্রুপ এর এক সদস্য যে মারা যায় তারা কি তার খুনের বদলা নিতে পারবে ?? জানতে হলে ছবিটি দেখে ফেলুন জলদি !!!






No comments :
Post a Comment