Wednesday, October 10, 2012

ল্যাপটপ ব্যাবহার কারিরা সাবধান..............


539393 335177279911045 866344652 n1 258x300 ল্যাপটপ ব্যাবহার কারিরা সাবধান:::
আসসালামুয়ালিকুম । কেমন আছেন ? আশা করি ভাল আছেন ।আজ আমার পোস্ট হল ল্যাপটপ ব্যাবহার  নিয়ে। আশা করি আপনাদের উপকারে আসবে।
কিছু দিন আগে  ৮১১ পশ্চিম কাজীপড়ার বাসার দোতলায় নিজের শয়নকক্ষে ল্যাপটপ চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন মাসুদ। সকাল সাড়ে সাতটার দিকে ল্যাপটপটি বিস্ফোরিত হলে ওই কক্ষে আগুন ধরে যায়। এ সময় মাসুদ ঘুমিয়ে ছিলেন। আগু
নে তাঁর সারা শরীর ঝলসে যায়।.
বাংলাদেশে সম্ভবত এই রকম ঘটনা এই প্রথম। তবে পৃথিবীতে এই রকম ঘটনা অসংখ্য বার ঘটেছে । তাই ল্যাপটপে আগুন লাগার কারণ গুলো জেনে নিন এবং পোস্টটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।
>>আমাদের অনেকেই বিছানার উপর বা কম্বলের নিচে শুয়ে বসে ল্যাপটপ চালান ! দেখবেন খেয়াল করে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়।চার্জইন অবস্থায় ল্যাপটপ আরও দ্রত গরম হয়।ল্যাপটপ বেশি গরম হয়ে গেলে মাদারবোর্ডের ক্যাপাসিটর গুলোর বিস্ফোরণ হতে পারে । এতে ল্যাপটপে আগুন লেগে যাবে । যাদের এরকম অভ্যাস আছে, বিপদের সম্মুখীন হওয়ার আগেই সাবধান হয়ে যাওয়া উচিৎ । এক্ষেত্রে কিছু উপায়ঃ
# ল্যাপটপ কুলার ব্যাবহার করুন। (কুলারটা আবার যেন কোন কারণে বন্ধ না হয়ে যায় সে দিকে খেয়াল রাখবেন অবশ্যই।)
# কুলার না থাকলে ল্যাপটপ এর পেছনের অংশের নিচে কোন খাতা বা বই রেখে পিছনের অংশটা উঁচু করে দিন যেন ল্যাপটপ এর built in fan ঠিকমত কাজ করে ল্যাপটপটা ঠাণ্ডা রাখতে। খেয়াল রাখবেন, বেশি মোটা না হয় যেন, খাতার মত সাইজ হলেই চলবে।আবার সামনে পিছনে দুই দিকেই দিলেই হবে, তা না হলে আবার বাঁকা হয়ে থাকায় hard disk,DVD-ROM এবং fan এ সমস্যা হতে পারে।
# লক্ষ্য রাখবেন, কখনই যেন ল্যাপটপ ও যেখানে রাখবেন সেই তলটি একেবারে মিশে না যায়। যেভাবেই রাখুন না কেন খেয়াল রাখবেন যেন ফ্যানটা যেন আটকা না পড়ে।
# কোন প্লাস্টিক এর কাভার যেন এর নিচে না থাকে।
# ল্যাপটপ সারারাত চালু রাখবেন না, এমনকি sleep/hibernate মুডেও নয়। প্রয়োজনে auto-shut-downer ব্যাবহার করুন।
# idm/যে কোন downloader ব্যাবহার করলে অবশ্যই shutdown when download is finished অপশনটি ব্যাবহার করুন।

একটু সচেতন হলেই আমরা অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি ।আজ আর নয় – সবাই ভালো থাকবেন ।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।আল্লাহ্‌ হাফেয।

No comments :

Post a Comment