Wednesday, October 17, 2012

মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট …… (রিলোডেড)


আপনারা হয়তো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যানে জেনে থাকবেন যে, বেশ কিছুদিন ধরে ক্ষুদ্র মোবাইল রিচার্জ ব্যবসায়ী ও মোবাইল অপারেটরদের মধ্যে রিচার্জ কমিশন নিয়ে একটি দন্দ্ব চলছে। একদিকে রিচার্জ ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য বর্ধিত কমিশন দাবী করছে অপরদিকে মোবাইল অপারেটরগুলো তাদের লাভের অংশে কাউকে ভাগ দিতে চাচ্ছে না। অথচ দুর্মুখের বাজারে প্রচলিত কমিশন দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন তো চলে না। তাই ব্যবসায়ীরা তাদের দাবী আদায়কে জীবন মরন সমস্যা হিসেবে দেখছে। ফলাফল আবারোও রিচার্জ ধর্মঘট।
এর আগে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জেলায় রিচার্জ ধর্মঘট, কেয়ার সেন্টার ও ডিষ্ট্রিবিউশন সেন্টার এর সামনে অবস্থান ধর্মঘট, BTRC, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এবং মোবাইল অপারেটর বরাবর দাবী উল্লেখ স্মারক লিপি প্রেরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। অথচ বিস্ময়করভাবে এ ব্যপারে সবাই নিশ্চুপ ভূমিকা পালন করছে। এ সমস্যা সমাধানে কোন পদক্ষেপই তারা নেই নি। যার ফলে ব্যবসায়ীরা আগামী 18ই অক্টোবর থেকে 21 অক্টোবর দেশব্যাপী রিচার্জ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে।
আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে, মোবাইল অপরারেটরগুলো গত 7বছরেরও বেশী সময় ধরে এই ক্ষুদ্র রিচার্জ ব্যবসায়ীদেরকে একই রকম কমিশন প্রদান করছে; যা রীতিমত অবিচার। কারন এই দীর্ঘ সময়ে টাকার মূল্য কমেছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে এবং জীবন যাত্রার ব্যয় বেড়েছে বহুগুনে কিন্তু এসকল ব্যবসায়ীদের কমিশন বাড়েনি এক ভাগও। । পাশাপাশি রিচার্জ সীমে অবৈধ জামানত, যত্রতত্র সীম বিতরন, BTRC এর নিয়ম ভেঙ্গে সীমের মেলাসহ ব্যবসা ক্ষতিগ্রস্থকরণ বিভিন্ন কর্মকান্ডে জড়িত অপারেটরগুলো। এছাড়া রেজিস্ট্রেশন করে সীম বিক্রি করার নিয়ম থাকলেও কোনো অপারেটরই তা ঠিক মত মানেনা। গ্রাহকদের অজান্তে অপ্রয়োজনীয় ভ্যালু অ্যাডেড সার্ভিস অ্যাক্টিভেশনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার নিরব স্বাক্ষী হয়তো আপনিও একজন।
তাই সাধারণ মোবাইল ব্যবহারকারীদের কাছে আহবান, “আপনারা আপনাদের জরুরী প্রয়োজন ব্যতিরেকে উক্ত চার দিন মোবাইন ফোন ব্যবহার থেকে বিরত থেকে আমাদের যৌক্তিক দাবী আদায়ে একাত্নতা ঘোষনা করুন।
নীচে বেশ কিছুদিন ধরে চলমান ক্ষুদ্র ব্যবসায়ীদের কিছু কর্মসূচী তুলে ধরা হল-
46293 282901321827978 545715522 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
404667 282434061874704 903658375 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
250501 282285611889549 544097425 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
308002 281115465339897 1016504634 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
430059 280036178781159 115229098 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
12719 280035188781258 1092919762 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
75605 280034688781308 1738411204 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
424659 280034118781365 2084100615 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
553662 280030158781761 551749935 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
398243 280029942115116 1233236304 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
374047 279305035520940 328618136 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)
75658 279302802187830 48171056 n মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট ...... (রিলোডেড)

মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের কর্মসূচী ও সাংগঠনিক বিভিন্ন তথ্যবহুল একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। ব্যবসায়ী বন্ধুগণ আসুন ঐক্যবদ্ধ হই এবং নিজেদের দায়ী আদায়ে সচেষ্ট হই।

ফেইজবুক পেইজ লিংক এইখানে

No comments :

Post a Comment