মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের মিছিলের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। শনিবার ধর্মঘটের তৃতীয় দিনে সকাল সাড়ে দশটার দিকে মিরপুর এগারো নম্বর থেকে রিচার্জ ব্যবসায়ীরা একটি মিছিল বের করে। মিছিলটি রোকেয়া সরণী হয়ে শ্যাওড়াপাড়া ঘুরে আবার মিরপুর বারো নম্বরে যাওয়ার পথে লাঠি চার্জ করে পুলিশ।

রিচার্জ ব্যবসায়ীদের বেশ কয়েকজন জানিয়েছেন, রাস্তার এক পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের ওপর লাঠি চার্জ করে। এ সময় অন্তত সাত জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মিরপুর এলাকার রিচার্জ ব্যবসায়ী নূর-ই আলম।
ঘটনাস্থল থেকে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজাকে পুলিশ আটক করে। পরে বিকাল পৌনে চারটার দিকে পল্লবী থানা পুলিশ তাকে ছেড়ে দেয়। এদিকে পুলিশী নজরদারির কারণে গত কয়েক দিন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু তার দুই মোবাইল ফোনই বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন রিচার্জ ব্যবসায়ীরা।
রিচার্জ ব্যবসায়ীরা তাদের কমিশনের পরিমাণ ২ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার দাবি করে আসছে বহুদিন থেকে। একই সঙ্গে তাদের আরো ১০টি দাবি রয়েছে। এসব দাবি আদায়ে চার দিনের ধর্মঘট শুরু হয় বৃহস্পতিবার থেকে। আজ ধর্মঘট শেষ হবে।
No comments :
Post a Comment