অনেকদিন রণবীর কাপুরের কোন মুভি দেখি না । অপেক্ষায় ছিলাম । অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল । অসাধারন মুভি Barfi নিয়ে হাজির রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া । মুভিটি সম্পর্কে আর কি বলব ? আমি যত সুন্দর করেই বর্ণনা করি কেন, তা মুভিটির জন্য যথাযথ হবে না ।
সংক্ষেপে বলি, মুভিটি আসলে বাক কিংবা মানসিকভাবে বিকার গ্রস্থ জীবনের আনন্দ বেদনার প্রেক্ষাপট এ বানানো । প্রতিবন্ধি হয়ে ও যে জীবনটা কে কিভাবে উপভোগ করতে হয় তার যথার্থ উদাহরণ এই Barfi মুভিটি । চলুন এই মুভি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই………

পরিচালকঃ Anurag Basu
প্রোডিউসারঃ
- Ronnie Screwvala
- Siddharth Roy Kapoor
অভিনয়েঃ
- Ranbir Kapoor
- Priyanka Chopra
- Ileana D’Cruz
- Rupa Ganguly
মিউজিকঃ Pritam
মুক্তি পেয়েছেঃ 14 September 2012
বাজেটঃ 30 কোটি রুপি /5.43 মিলিয়ন ডলার ।
এখন পর্যন্ত প্রাপ্ত মুভিটির সর্বত্তোম কোয়ালিটি টির লিঙ্ক দিয়ে দিলাম ।
মুভিটি সম্পর্কে আজ ( ২০ সেপ্টেম্বর ) প্রথম আলো এর ফিচার পাতা আনন্দ তে লেখা হয়েছে । মুভিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে লেখাটি পড়তে পারেন এখান থেকে ।
মুভিটি ভাল লাগলে অবশ্যই জানাবেন ।
ভাল থাকুন, সুস্থ থাকুন ।
ধন্যবাদ ।
No comments :
Post a Comment