Saturday, October 13, 2012

কিভাবে ফরেক্স শুরু করতে হয়?[ধাপে ধাপে ফরেক্স ][টিউটোরিয়াল -1



ebiztoppers কিভাবে ফরেক্স শুরু করতে হয়?[ধাপে ধাপে ফরেক্স ][টিউটোরিয়াল  ২]ফরেক্স কি? 
বিভিন্ন দেশের মুদ্রা, পণ্য মুদ্রা বা পণ্য (তেল, স্বর্ণ, সিলভার ইত্যাদি) বিনিময় করে যে ব্যবসা করা হয় তাকে ফরেক্স বলে। আমি এখানে বুঝাতে চাইছি ফরেক্স হলো ফরেন একচেঞ্জ।
কমদামে কিনবেন দাম বাড়লে বেশি দামে বিক্রি করবেন ব্যস এটাই হলো ফরেক্স। সোজা হিসাব।
সবাই বলে এটি খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ- আসলে কি তাই?
আচ্ছা বলুন তো যে কোন ব্যবসা কি ঝুঁকিপূর্ণ নয় ? হ্যাঁ এটা বেশ ঝুঁকিপূর্ণ তাদের জন্য যাঁরা দিনে দিনে ধনী হতে চাই, অর্থ ব্যবস্থাপনা মানি ম্যানেজম্যান্ট বোঝেনা। বেশি ঝুঁকি নিয়ে ব্যবসা করে। তা না হলে ফরেক্স থেকে দিনে দিনে বাড়তে থাকবে আপনার আয়।
ফরেক্স শিখতে গেলে কি কি জানা দরকার বা কি কি দরকার?
তেমন কিছু না।
  • কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান,
  • ইন্টারনেট বিষয়ক সাধারণ জ্ঞান
  •  যোগ, বিয়োগ, গুন, ভাগ, শতকরা হিসাব, ও
  • হ্যাঁ ইন্টারনেট কানেকশন সম্বলিত একটি কম্পিউটার বা মোবাইল সেট এবং
  • একটি ভাল আন্তর্জাতিক ব্রোকার হাউজ।
টাকা পাব কিভাবে বা জমা দিব কিভাবে?
মূলত এটা নির্ভর করবে ব্রোকার হাউজের উপর। অনেক গুলো ব্রোকার হাউজ আপনার
  • আর্ন্তজাতিক ক্রেডিট কার্ড (মাস্টার কার্ড, ভিসা কার্ড),
  • ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার (বাংলাদেশ থেকে কঠিন),
  • ব্যাংকওয়্যার (বাংলাদেশ থেকে কঠিন),
  • এছাড়া ইকারেন্সি (লিবার্টি রিজার্ভ, মানিবুকারস, পেইজা, ইগুপে ইত্যাদি)
এগুলোর মাধ্যমে টাকা প্রদান বা গ্রহণ করতে পারবেন।
ব্রোকার হাউজ পাব কোথায়?
ফরেক্স এর জগতে ১০০ এর অধিক ব্রোকার হাউজ রয়েছে। তবে আপনাকে দেখে শুনে বা জেনে শুনে পছন্দ করতে হবে। এছাড়া আপনি কোন উপায়ে লেনদেন করবেন সেটির দিকেও খেয়াল রাখতে হবে।
আমার পরবর্তি টিউনটি হবে কিভাবে ফরেক্স এ একাউন্ট খুলবেন প্রস্তুত থাকুন।
যারা ফরেক্স এ বিফল তাদের জন্য একটি বাংলাদেশী ওয়েবসাইট দিচ্ছি যারা সম্প্রতি দৈনিক ফরেক্স সংবাদ ও দৈনিক অর্ডারবোর্ড প্রকাশ করছে।

No comments :

Post a Comment