Monday, September 17, 2012

Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।


খুব সহজেই হ্যাক করুন Windows 7 / 8 এর Password।
এই ট্রিকটির মাধ্যমে আপনি যেকোনো কারো কম্পিউটার এর Password না জেনেও তা চেঞ্জ করে দিতে পারবেন।
এই টিউনটি শুধুমাত্র শিখার জন্য কারো ক্ষতি করবার জন্য নয়।
এটি আমার ক্ষেত্রে কাজ করেছে।
আশা করি আপনাদের খেত্রেও কাজ করবে।
এটা একটি উইন্ডোজ ৭ ও ৮ এর ট্রিক।
এর মাধ্যমে আপনি কোন কম্পিউটার এর Password না জেনেও চেঞ্জ করে দিতে পারবেন।
প্রতিটা স্টেপ মনোযোগ সহকারে করলে আশা করি ট্রিকটি আপনাদের ক্ষেত্রে কাজ করবে।
এতি খুব সহজ একটি ট্রিক।
১/প্রথমে উইন্ডোজ এর সিএমডি ওপেন করতে হবে,
২/তারপর টাইপ করুন
net user (অ্যাকাউন্ট এর নাম) (আপনার Password)
৩/দেখুন কম্পিউটার এর Password চেঞ্জ হয়ে গেছে।
এই ট্রিকটি সুধুমাত্র উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে কাজ করবে।
কাজ করলে অবশ্যই কমেন্ট করবেন।

No comments :

Post a Comment