Speakasiaonline নিয়ে অনেকই শুনেছেন বা অনেকেই বিস্তারিত জানেন।আমি এইখানে কাউকে Speakasiaonline এ ইনভেস্ট করতে বলতে আসি নাই,আমি এসেছি অলরেডি যারা ইনভেস্ট করে ফেলেছেন কিংবা আপনাদের কোন আত্মীয়,পরিচিত,বন্ধু প্রতিবেশী ইনভেস্ট করেছেন কিন্তু এখন টাকা তুলতে পারছেন না,তাদেরকে সাহায্য করতে।খুব বেশি কথা বলব না,শুধু এইটুকুই বলব যাদের “”Panel Wallet Statement ডলার আছে তারা আমার কাছে আপনাদের ডলার বিক্রয় করতে পারেন,আপনি যদি চট্টগ্রামের বাসিন্দ হয়ে থাকেন তাহলে সামনাসামনি টাকা নিয়ে যাবেন,আর যদি চট্টগ্রামের বাইরের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে প্রথমে ডলার পাঠাতে হবে তারপর আপনার পছন্দমত লোকেশনে আমি টাকা পাঠিয়ে দিবো,সেক্ষেত্রে কোন চার্জ আসলে আপনার বহন করতে হবে।তবে কারো কাছে যদি ব্র্যাক ব্যাংকের একাউন্ট থাকে তবে আমি টাকা অনলাইনে ট্রান্সফার করে দিতে পারি।এইবার আসি কারা আমার কাছে ডলার বিক্রয় করতে পারবেন সে কথায়।যাদের ই প্যানেলে ডলার নাই কিন্তু সার্ভে ডলার আছে দয়া করে তারা আমার সাথে এই মুহুর্তে যোগাযোগ করবে না।কারণ সার্ভে ডলার এই মূহুর্তে ট্রান্সফার হচ্ছে না।আপনার “Panel Wallet Statement” এ কত ডলার আছে তা চেক করার জন্যে প্রথমে এই লিংকে যান http://www.speakasiaonline.com/login.aspx
এবার আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকুন।এইবার এই লিংকে http://www.speakasiaonline.com/panelist/accounts_myEwallet.aspx যান।এখন আপনার Transaction Password দিয়ে এন্টার চাপুন।যারা নিজের Transaction Password জানেন না তারা এইখানে গিয়েhttp://www.speakasiaonline.com/panelist/personal_generateTPassword.aspx নতুন একটি Transaction Password জেনারেট করুন,এইটি আপনার মোবাইলে ( যেই নাম্বার দিয়ে Speakasiaonline এ রেজিস্ট্রেশন করেছিলেন ) পাঠিয়ে দিবে। এইবার Transaction Password টি দিয়েhttp://www.speakasiaonline.com/panelist/accounts_myEwallet.aspx গিয়ে খুলুন।এখন আপনার একাউন্টে কত ডলার আছে আপনি তা দেখতে পারবেন।এরপর আপনার একমাত্র কাজ হলো আমার সাথে যোগাযোগ করা।
বিঃদ্রঃএই টিউনটিকে অনেকেই নিজের ব্যাবসায়িক স্বার্থ মনে করতে পারেন,তাদের উদ্দেশ্যি বলছি যারা Speakasiaonline এ ইনভেস্ট করে প্রায় স্বর্বস হারিয়েছেন তাদের কে জিজ্ঞেস করুন আমার এই উদ্দ্যেগে তারা কতটা লাভবান হবেন বা হচ্ছেন।আশা করি কেউ আমাকে ভুল বুঝবেন না।সবাই ভালো থাকবেন।
No comments :
Post a Comment