Monday, September 17, 2012

শরিয়তের দৃষ্টিতে এমএলএম (MLM) ভিত্তিক ব্যবসা।


542422_433840123310541_1672471860_n

UniPay2U - ইউনিপে টু ইউ বর্তমান সময়ের বাজ ওয়ার্ড। এমএলএম ভিত্তিক একটি ব্যবসা যারা সারা বাংলাদেশে বর্তমানে বহুল আলোচিত। এছাড়াও বাংলাদেশে ডেস্টিনি২০০০, ইউনিপে টু ইউ, তিয়ান্স ইত্যাদি সহ আরো অনেক গুলো এমএলএম ভিত্তিক ব্যবসা চলমান। কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের (যারা ধর্মীয় ভাবে সচেতন) অনেকের মধ্যে এই সব ব্যবসার ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গিতে গ্রহনযোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন অনুসন্ধিতসার জন্ম নিয়েছে যা অনেকেই ব্যক্তিগত ভাবে বিভিন্ন ভাবে সমাধান খুজতে চেয়েছেন এবং অনেকে অথবা কেঊ কেউ বিভিন্ন সমাধান পেয়েছেন।
আমি শরিয়তের দৃষ্টিতে এমএলএম ভিত্তিক ব্যবসার বাস্তবতা সংশ্লিষ্ট বাংলাদেশের বিশিষ্ট মুফতিয়ানে কেরামের সমন্বয়ে পরিচালিত গবেষণার ফলাফল লিখিত একটি বই হাতে পেয়েছিলাম, যা কারও কারও উপকারে আসতে পারে ভেবে ফোরামে শেয়ার করছি।
যেহেতু আমি ইসলামি শরিয়তের বিশেষজ্ঞ নই তাই, পরবর্তি পর্যায়ের আগ্রহী ব্যক্তিবর্গকে যে কোন সন্দেহ নিরসনের জন্য বইয়ে উল্লেখিত প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য সর্বপ্রথমে পরামর্শ দেওয়া যাচ্ছে।
তবে, হক্কানী আলেম সমাজের সংস্পর্শে থাকার সুযোগ থাকায়, এই রকম প্রশ্নের সঠিক সমাধান পেতে সহায়তা করার ইচ্ছা সব সময়ই রাখি।
পুরো বইটি ডাউনলোড করুন [url=http://hotfile.com/dl/82487869/6266d8d/MLM_Book.zip.html]হটফাইল-MLM_Book.zip[/url]
[url=http://pixelsartisan.com/files2download/MLM%20Book.zip]নিজ সার্ভারে-MLM_Book.zip[/url]
বই টি ফোরামে ছবি আকারে দেওয়ার ইচ্ছা থাকলেও ছবি হোস্টিং সাইটে আপলোডে সমস্যা হওয়ায় বর্তমানে শুধু হটফাইল ও আমার ডমেইন এর লিঙ্ক দেওয়া হল। ইদানিংয়ের মধ্যে অন্যান্য ফাইল হোষ্টিং এ দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

No comments :

Post a Comment