Monday, September 17, 2012

বিতর্কিত চলচ্চিত্রটি সরিয়ে ফেলায় আনব্লক করা হল ইউটিউব !!!


আসসালামু আলাইকুম ।কয়েক ঘন্টা বন্ধ থাকার পর বাংলাদেশে এখন ইউটিউব খুলে দেয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে ইউটিউবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা চলচ্চিত্রটি প্রচার করায় বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিলো ইউটিউব । কয়েক ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হল ইউটিউব।
ইসলাম বিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর ভিডিও চিত্রের প্রদর্শন বাংলাদেশে বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল ।  কিন্ত বিতর্কিত এই ভিডিওটি সরিয়ে ফেলায় এখন ইউটিউব খুলে দেয়া হয়েছে।
youtube127 বিতর্কিত চলচ্চিত্রটি সরিয়ে ফেলায় আনব্লক করা হল ইউটিউব !!!
সোমবার রাত থেকে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিন গুগলের ভিডিও শেয়ারিং সাইটটিতে ওই চলচ্চিত্রটি দেখতে পাননি ।
অনেকে অবশ্য বিকল্প উপায়ে ইউটিউব দেখেছেন।
সবাই ভালো থাকবেন ।
N.B. : এই চলচ্চিত্রটির ভিডিও ইউটিউবে প্রচারে পর তা নিয়ে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের মুসলমানরা বিক্ষোভ করছে। এরই জের ধরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

No comments :

Post a Comment