Monday, September 17, 2012

রেজিষ্টরের মান বের করে নিন নিমিষেই


আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চমৎকার সফ্টওয়ার।এটি আপনাদের কাজে আসবে বলে আমি মনে করছি তাই পোষ্টটি করা।রেজিষ্টরের মান বের করতে হলে কালার এবং এর মান জানতে হয় এবং তা ওহম,কিলোওহম,মিলিওহম নিয়ে আসতে হয় কত জামেলা।এখন আমরা রেজিষ্টরের মান বের করব খুব সহজে শুধু মাত্র জাভা সমৃদ্ধ একটা মোবাইল হলেই চলবে।এটি আপনার মোবাইলে সেটআপ দিয়ে নিতে হবে।এরপর নিচের ছবির মত আপনার মোবাইলের ডিসপ্লেতে আসবে এর পর শুধু কালার বেছে নিন আর সাথে সাথে বলে দিবে রেজিষ্টরের মান কত।

No comments :

Post a Comment