Monday, September 17, 2012

AirDorid : দারুণ একটি android apps.


AirDroid অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার android ফোনটিকে পিসির/ল্যাপটপের ব্রাউজারে ব্রাউজ করতে পারবেন। তবে এর জন্য আপনার ফোন এবং পিসি/ ল্যাপটপকে একই লোকাল/wi-fi network এ connected থাকতে হবে।
প্রথমে AirDorid ডাউনলোড করে নিয়ে স্টার্ট করুন।
এবার ফোনে ভেসে ওঠা অ্যাড্রেস/ আইপি অ্যাড্রেসটি  আপনার পিসি/ ল্যাপটপের ব্রাউজার এ গিয়ে ওপেন করুন।
apps এ দেওয়া কোডটি দিয়ে কানেক্ট করুন।
ঠিকঠাকভাবে করতে পারলে web-based management console ওপেন হবে।
এখান থেকে আপনি আপনার ফোনের SMS, Call List, Contacts, Files, Music, Video, Apps, Photo, Ringtone ব্রাউজ করতে পারবেন। এমনকি music/video গুলো ব্রাউজারে play করতে পারবেন। আপনি আপনার apps গুলোর apk file পিসি/ ল্যাপটপে ডাউনলোড  করতে পারবেন। এছাড়া অনেক সিস্টেম টুলস ও এর সাথে বিল্ট-ইন আছে।
ডাউনলোড করুন
বিস্তারিত জানতে Google Play তে দেখুন।

No comments :

Post a Comment