Friday, October 12, 2012

London এ এক জমকালো আয়োজনের মাধ্যমে বাজারে আসল Samsung Galaxy SII. দখল করে নিবে iPhone এর বাজার!


London এ এক জমকালো আয়জনের মাধ্যমে বাজারে আসল Samsung Galaxy S iii. Samsung এর আশা খুব সহজেই তারা দখল করে নিবে I Phone এর বাজার। খুবই উন্নত মানের Super AMOLED Display, 8MP Camera, 1gb ram, blutooth 4, Quad-core 1.4 GHz Cortex-A9 processor, 2100ma battery,16~64gb Storage অত্যন্ত সুন্দর ডিজাইন, I Phone থেকে 1inch পাতলা দারুন ফিনিশিং এর এক অবাক সৃষ্টি।
special feature-------
  • 1. s voice- I Phone এরসিরি থেকে উন্নত মানের voice command.
  • 2. social tag- যেকোনোছবিতে আপনার বন্ধুকে চিহ্নিত করে দিলে বরতমানে তার অবস্থান জানাবে।
  • 3. direct call- - যেকোনো কাজ করা অবস্থায় প্রিয়জনকে ফোন দিতে চাইলে কানের কাছে ফোনটা ধরলেই কল চলে যাবে।
  • 4. smart stay- আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন ফোনের পর্দায়, আলো জ্বলবে ততক্ষণই, চোখ সরালে বন্ধ হবে পর্দার আলো। এক সাথে সংযুক্ত অবস্থায় দুটি Galaxy S iii পাশাপাশি রেখে অত্যন্ত দ্রুত গতির ফাইল আদান-প্রদান করা যাবে।
  • 5. s beam- এক সাথে সংযুক্ত অবস্থায় দুটি Galaly S iii পাশাপাশি রেখে অত্যন্ত দ্রুত গতির ফাইল আদান-প্রদান করা যাবে।

No comments :

Post a Comment